বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের ৩৬ আটক

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আজ ভোর রাত থেকে সকাল পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে। আটকরা সবাই বিএনপি-জামায়াত ও এদের অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন ধরে বিএনপি-জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক শুরু করে।
তবে, জেলা পুলিশের উধ্বর্তন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ফলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযুক্তদের আটক করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আটকদের বেশির ভাগই উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের পর্যায়ের নেতাকর্মী।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ জানান, বিনা কারণে পুলিশ তাঁর এলাকা চাঁদপুরের ফরিদগঞ্জের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।