বিএনপির ৫৩ নেতাকর্মী কারাগারে
নিউজ ডেস্ক : চট্টগ্রামে নাশকতা মামলায় নগর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা ও নগর যুবদলের জ্যেষ্ঠ সহ সভাপতি ইকবালসহ ৫৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুন) মহানগর দায়রা জজ আল ইমরানের আদালতে আত্মসমর্পণ করেন। তারা শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
আসামি পক্ষের আইনজীবি কামরুল ইসলাম জানান, একাদশ জাতীয় নির্বাচনের আগে নগরীর পতেঙ্গা থানায় করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিল বিএনপি নেতারা। আজ আদালতে নির্দেশে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠান।