বাড্ডায় পানির দাবিতে রাস্তা অবরোধ

রাজধানীর মেরুল বাড্ডায় ওয়াসার পানির দাবিতে রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। শনিবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এলাকাবাসী রাস্তা অবরোধ করে।
অবরোধকারী দুলাল বাংলানিউজকে জানান, এই এলাকায় অনেক দিন ধরে পানির সমস্যা চলছে। ওয়াসা কর্তৃপক্ষ কোনো সমাধান করছেন না। তাই রাস্তা অবরোধ করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অবরোধের কারণে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
Facebook Comments Box