জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ আগুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৩ তলার পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহামুদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, খিলগাঁও, পোস্তগোলা, সদরঘাট, সদর দফতর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

এছাড়া অাগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Facebook Comments Box