বাংলাদেশ ব্যাংকের আরও ৬৯৬০ কোটি টাকা গায়েব?
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে আরও ৮৭০ মিলিয়ন মার্কিন ডলার হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়েছিল। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৯৬০ কোটি টাকা। যা আটক করে ফিলিপাইন কর্তৃপক্ষ ফেরত দেয়।
পরে টাকাগুলো ফেরত পাঠানো হয়েছে ফিলিপাইন থেকে। এ বিপুল পরিমাণ অর্থও চুরি করে নিতে চেয়েছিল হ্যাকাররা। কিন্তু ব্যর্থ হয়, ফেডারেল রিজার্ভ ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংককের দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে।
প্রথম দফায় চুরি করা অর্থের মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইন থেকে হংকং এ চলে গেছে। এ অর্থ হ্যাকাররা আত্মসাত করে নিয়েছে বলে সূত্র জানিয়েছে।
এমন তথ্যই পরিবেশন করেছে ফিলিপাইনের সংবাদ মাধ্যম।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ৮১ মিলিয়ন ডলার বা ৬৪৮ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে গেল বলেই মনে করা হচ্ছে।