‘বাংলাদেশ অর্জন সম্ভব হতো না , বঙ্গবন্ধু না হলে’
আর.এফ.এন নিউজ :
‘বাংলাদেশ অর্জন সম্ভব হতো না , বঙ্গবন্ধু না হলে’
পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ অর্জন সম্ভব হতো না। বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের শান্তি ও অর্থনৈতিক উন্নয়ন। সরকারের গণমুখী নীতির কারণে দেশে দারিদ্রতার হার কমেছে, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। কৃষক বান্ধব আ. লীগ সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজ উপমন্ত্রী জ্যাকব ব্রজমোহন টাউন হল চত্তরে বাংলাদেশ কৃষক লীগ চরফ্যাশন উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন ও কৃষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতাকে নিয়ে বিশ্ব গর্ব করে, আর বিএনপি তাঁকে নিয়ে বিকৃত ইতিহাস রচনা করে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল মর্যাদায় উত্তোরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের এই অগ্রযাত্রা থেমে যাবে।
চরফ্যাশন উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কাশেম মেলেটারির সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষক লীগ সভাপতি আল মামুন অর রশিদ, সম্পাদক শহিদুল ইসলাম, জয়নাল আবেদিন আখন, নুরুল ইসলাম ভিপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।