জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় অস্ট্রিয়া

নিউজ ডেস্ক:
বাংলাদেশে ব্যাপক আকারে বিনিয়োগ করতে চায় পূর্ব ইউরোপের দেশ অস্ট্রিয়া।বুধবার (২০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এ কথা জানান অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসি।
১৯ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রী কারিন কেনেসি। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে ঢাকায় আসেন তিনি।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রীর কারিন কেনেসি বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একইদিন তিনি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেবেন।ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।

Facebook Comments Box