বরিশালের বাকেরগঞ্জে খাল থেকে মরদেহ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে রহিম গাজী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কলসকাঠী এলাকার দেউরি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
রহিম উপজেলা কলসকাঠী ইউনিয়নের গুড়িয়া গ্রামের আ. চান গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, মাদকাসক্ত রহিম গত কয়েকদিন ধরে নিঁখোজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজ বাড়ি সংলগ্ন খালের সাঁকো পারপারের সময় খালে পড়ে ডুবে মারা যান তিনি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Facebook Comments Box