সাবত (শনিবার), ২৫ মার্চ ২০২৩

বদলগাছি ও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

বদলগাছি ও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

দিনাজপুর সংবাদাতা: ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুরসহ উত্তরের কয়েকটি জেলা। এতে সড়কে দিনের বেলাও যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে।

দিনাজপুরে সকালে তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছি ও তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান।

তিনি বলেন, আজ (শনিবার) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছি ও তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box