জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কর্টূক্তি: কাউন্সিলর গ্রেপ্তার

আর.এফ.এন নিউজ :

 বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কর্টূক্তি: কাউন্সিলর গ্রেপ্তার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগর যুবদলের আহ্বায়ক। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের ছোট ভাই।সোমবার (১৯মার্চ) দুপুরে নগরীর মাসদাইর আর্দশ স্কুলে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কর্টূক্তির অভিযোগে কাউন্সিলর খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box