বইমেলায় বদ্বীপ প্রকাশনীর স্টল সিলগালা
নিজস্ব প্রতিবেদক : বইমেলায় বদ্বীপ প্রকাশনীর স্টল সিলগালা করেছে শাহবাগ থানা পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রকাশ করায় ওই প্রকাশনীর স্টল সিলগালা করা হয়েছে। এ সময় ছয়টি বই জব্দ করা হয়।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্টলটি বন্ধ করে দেওয়া হয়। শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) জাফর আহমেদ রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন কিছু বই প্রকাশ করা হয়েছে। কয়েক দিন থেকে ওই প্রকাশনীর বইগুলো তদন্ত করা হয়। আজ ওই প্রকাশনীর স্টল সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। আর ছয়টি বইয়ের অনেকগুলো কপি থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা ভাবা হচ্ছে।
তিনি আরো জানান, কয়েক দিন আগেও এরকম একটি প্রকাশনীর স্টল সিলগালা করা হয়। কোনো প্রকাশনী যদি এ ধরনের বই ছাপিয়ে থাকে, তবে তাদের স্টলও সিলগালা করা হবে।