জুমুআ (শুক্রবার), ২০ সেপ্টেম্বর ২০২৪

বইমেলায় গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে অায়োজিত বইমেলার অনুষ্ঠানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন তিনি। শুক্রবার বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখবেন এবং তার প্রিয় কিছু বই কিনবেন।

বইমেলা কমিটি সূত্র জানায়, প্রতি শুক্র ও শনিবার বইমেলায় শিশু প্রহর থাকবে। এ দুদিন মেলার আসর বসবে বেলা ১১টায়। শিশু প্রহর চলবে দুপুর ১টা পর্যন্ত। এরপর বিকেল ৩টা থেকে শুরু হবে মেলার দ্বিতীয় পর্ব।তবে শুক্র ও শনিবার বাদে অন্যান্য দিন মেলা শুরু হবে বিকেল ৩টা থেকে। উন্মুক্ত থাকবে রাত ৯টা পর্যন্ত।

Facebook Comments Box