আহাদ (রবিবার), ২৬ মার্চ ২০২৩

ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ কলিং ফিচার চালু

সম্প্রতি শেষ হওয়া ফেসবুকের ডেভেলপার সম্মেলন এফ ৮ এ জুকারবার্গ মেসেঞ্জার নিয়ে অনেকগুলো নতুন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এবার সেই পরিকল্পনার একটি বাস্তবায়িত হলো। ফেসবুক মেসেঞ্জারে চালু হলো গ্রুপ কলিং ফিচার।

বুধবার ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার কর্তৃপক্ষ জানায়, তারা ব্যবহারকারীদের জন্য গ্রুপ কলিং ফিচার চালু করেছে। এই গ্রুপ কলিং ফিচারের আওতায় একসঙ্গে ৫০ জনের সঙ্গে কল কনফারেন্স করা যাবে।

ফেসবুক ম্যাসেঞ্জারের প্রধান ডেভিড মারকাস জানান, শুরুতে এই ফিচারটি অ্যানড্রয়েড এবং আইওএস ডিভাইস ব্যবহারকারীরা পাবেন। এজন্য মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।

Facebook Comments Box