ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার ‘গ্রুপ কল’

ফেসবুক মেসেঞ্জার পৃথিবীর অন্যতম শীর্ষ জনপ্রিয় একটি অ্যাপ। এই জনপ্রিয়তা ধরে রাখার জন্য এবং দিন দিন তা বৃদ্ধির লক্ষ্যে এতে নতুন নতুন ফিচার যোগ করা হচ্ছে। এবার এই তালিকায় যুক্ত হলো গ্রুপ কল। প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ মেসেঞ্জারে নতুন এই ফিচারটি সংযুক্ত করেছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবহারকারীরা মেসেঞ্জারে হয়তো এ সম্পর্কিত একটি আইকন দেখতে পাবেন। এর সাহায্যে এখন যেকোনও সময় গ্রুপ কল করা যাবে। এতে এক সঙ্গে সর্বোচ্চ ৫০ জন কথা বলা যায়। ম্যাশেবল মনে করছে, নতুন এই ফিচারের কারণে ফেসবুক মেসেঞ্জার আরও ভালোভাবে গুগল হ্যাংআউটস, স্কাইপ এবং স্ল্যাকের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
তবে বিশ্বের সব দেশের মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ইয়াহু টেক