সাবত (শনিবার), ০৮ ফেব্রুয়ারি ২০২৫

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনী জেলা সংবাদদাতা : ফেনীতে ট্টাক-মিনি ট্টাক ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার সিলোনিয়া দাসের পোল নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিএম কোম্পানীর এলপিজি গ্যাসবাহী একটি ট্যাংকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডার ভেঙে ঢাকামুখি সড়কে চলমান একটি মিনি পিকআপ ও লেগুনার উপর আছড়ে পড়ে,ঘটনাস্থলে পিকআপ চালক ও হেলপার সহ দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা গিয়ে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। তখন সেখানে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রাকিব (৩৫) সে রাজশাহী জেলার গোদাঘাট থানার আছুমা ভাটা এলাকার আক্তার খলিফার ছেলে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আবদুল আউয়াল সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন । লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Facebook Comments Box