সাবত (শনিবার), ২১ সেপ্টেম্বর ২০২৪

ফুলবাড়ীতে জমি বিরোধ নিয়ে সংঘর্ষ আহত:৬

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বসতভিটার ১০ শতক জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়েছেন।

আজ (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দ্রখানা এলাকার বজরের খামার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাফফার (৩০), বদরুজ্জামান (৪৫), আদরী (৩৫), আব্দুল মজিদ (৬০), নুর ইসলাম (২৫) ও নুর নবী (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বজরের খামার গ্রামের মৃত আজাহার আলীর ছেলে আব্দুল গাফফারের সঙ্গে প্রতিবেশি আব্দুল মজিদের বসতভিটার ১০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস হলেও বিরোধ নিষ্পত্তি হয়নি। দুপুরে মজিদ লোকজন নিয়ে ওই জমি দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে গাফফার ও বদরুজ্জামানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box