ফিঙ্গারপ্রিন্টের আবিস্কারক বাংলাদেশী মুসলিম বিজ্ঞানী
ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি আবিষ্কারের কথা আজ কতজনই বা জানেন? অপরাধী শনাক্তকরণে আধুনিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট তথা আঙুলের ছাপের প্রথম আবিষ্কারক খুলনার কাজী সৈয়দ মুহম্মদ আজিজুল হক (১৮৭২-১৯৩৫)। তিনি খুলনা বিভাগের খুলনা জেলার ফুলতলী উপজেলার পাইগ্রামকসবা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ শাসন আমলে তিনি একজন পুলিশ অফিসার ছিলেন। তার আবিষ্কার চুরি করে নিয়েছিল ব্রিটিশ কর্মকর্তা অ্যাডওয়ার্ড হেনরি। মুসলমান বিজ্ঞানীদের আবিষ্কৃত অনেক কিছুর মতো অ্যাডওয়ার্ড হেনরি ও সৈয়দ মুহম্মদ আজিজুল হকের সেই কৃতিত্ব, সেই আবিষ্কার নিজের নামেই চালিয়ে দেয় যা পরবর্তীতে ‘হেনরি সিস্টেম’ বা ‘হেনরি পদ্ধতি’ নামে পরিচিতি লাভ করে। কিন্তু সেই চুরির ঘটনা বেশী দিন গোপন থাকেনি, ১০০ বছর পর হলেও ইতিহাসের সেই তথ্য প্রকাশিত হয়ে পড়ে।