জুমুআ (শুক্রবার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫

ফরিদপুরে পেট্রল বোমা ও ইয়াবাসহ আটক:১

ফরিদপুর সদরের চরকৃষ্ণপুর গ্রাম থেকে ১৫টি পেট্রল বোমা ও ৯০ পিস ইয়াবাসহ শাহরিয়ার হুসাইন শান্ত (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটক শান্ত শহরের গোয়ালচামট এক নম্বর সড়কের শাহাদাত হোসেনের ছেলে।

র‌্যাব ৮, ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রইছউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে ওই গ্রাম থেকে ১৫টি পেট্রল বোমা ও ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করছিলেন।

শান্তর বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদকসহ সাতটি বিভিন্ন মামলা রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।

Facebook Comments Box