ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

প্রায় ১৮ হাজার ইয়াবাসহ মিনি পিকআপ চালক আটক

 মিনি পিকআপ (ডাম্পার) ট্রাকে করে ইয়াবার চালান পাচারকালে মো. শাহাবুদ্দিন (২৭) নামে একজনকে আটক করেছে বিজিবির সদস্যরা। তাঁর কাছে প্রায় ১৮ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে বিজিবি দাবি করেছে। শুক্রবার দিবাগত রাত আটটার দিকে টেকনাফ উপজেলার সাবরাং খুরেরমুখ এলাকায় মিনি পিকআপসহ শাহাবুদ্দিনকে আটক করা হয়। তিনি উপজেলার খুরুলিয়া বাজারের বাসিন্দা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

আছাদুদ জামান বলেন, সাবরাং কাটাবুনিয়া উত্তরপাড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান কক্সবাজারে পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে খুরেরমুখ তল্লাশি চৌকির হাবিলদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি টহলদল পাকা রাস্তার ওপর যানবাহনে তল্লাশি চালায়। তল্লাশিতে মিনি পিকআপ চালকের আসনের নিচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ইয়াবার ৮৯টি নীল রঙের প্যাকেটে ১৭ হাজার ৮০০ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এ সময় তাঁর কাছে পাওয়া দুটি মোবাইল ফোন সেট এবং মিনি পিকআপটি জব্দ করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, আটক আসামিকে আজ দুপুরের দিকে কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box