খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

প্রাথমিকে বৃত্তি পাচ্ছে ৮২ হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক:গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনচলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রবিবার (২৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। অষ্টম শ্রেণি পর্যন্ত তাদের বৃত্তির টাকা দেওয়া হবে।

মন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলায় কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বন্টন করা হয়।

Facebook Comments Box