আহাদ (রবিবার), ২৩ মার্চ ২০২৫

প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হলে পরীক্ষা বাতিল করে দেবো- নাহিদ

মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যদি প্রশ্নপত্র ফাঁস হয় ও তা প্রমাণ হয় তাহলে পরীক্ষা বাতিল করে দেবো। কেউ কেউ ফেসবুকে মিথ্যা লিখে দেন, প্রশ্ন আউট হয়েছে। কী আউট হয়েছে বলেন না। কিন্তু রটে যায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমরা চিন্তা করে যাচাই করে দেখবো। যদি প্রশ্নফাঁস হয় তাহলে পরীক্ষা বাতিল করে দেবো।’

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিনে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা তো জানেন ২০ লাখ ছেলেমেয়ের আবারও পরীক্ষা নেওয়া কী হয়রানি! প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয় তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করবো না।’

তিনি আরও বলেন, ‘প্রশ্নফাঁস রোধে বিভিন্ন কৌশল নিয়েছি। সব কৌশল বলা ঠিক হবে না। যেগুলো বলা যায় সেগুলো আগেও বলেছি। রিপিট করার প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা আছে। তারা যথাযথ ব্যবস্থা নেবে।’

মন্ত্রীর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২৩ হাজার ২১২ জন, ছাত্রী ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।

Facebook Comments Box