জুমুআ (শুক্রবার), ০১ ডিসেম্বর ২০২৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে দেশে আধ ঘণ্টা মোবাইল ইন্টানেট বন্ধ ছিল

চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিটিআরসিরি নির্দেশনা অনুযায়ী সারা দেশে আধ ঘণ্টা মোবাইল ইন্টানেট সেবা বন্ধ ছিল। রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটরগুলো আজকে ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল।

তবে সামনের দিনগুলোতেও এমন করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলবো না, তবে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা আগে থেকে বলা যাচ্ছে না।

রোববার চলমান এসএসসি’র আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার আগেই নির্দেশনা মতে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। তবে এখন ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box