প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত

আর.এফ.এন নিউজ :
অনিবার্য কারণবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকালের নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, সংবাদ সম্মেলনের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা হয়েছে তার সার সংক্ষেপ ফলাফল ও সিদ্ধান্ত জানানো এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
এর আগে গত ১ নভেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং গত ২ নভেম্বর অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ১৪ দলের সঙ্গে এবং সোমবার জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আলোচনা করেন তিনি।
মঙ্গলবার গণভবনে পৃথকভাবে আলোচনায় বসেন ইসলামী ঐক্যজোট ও বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে। দুপুর ২টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা হয়। আজ বুধবার গণভবনে বেলা ১১টায় ঐক্যফ্রন্টের সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপ হয়।