প্রধানমন্ত্রী বৈশাখে ইলিশ বর্জন করলেও, দেড় মণ ইলিশে প্রশাসনের ভূরিভোজ!
ইলিশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা বৈশাখের অনুষ্ঠানে ইলিশ বর্জন করলেও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের খাবার মেনুতে ছিল দেড়মণ ইলিশ।
এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুভযাত্রাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, এখন ইলিশের প্রজননকালীন সময়। সে সময়ে ইলিশ খাওয়াটা যুক্তিসঙ্গত নয়। এমনকি প্রধানমন্ত্রী নিজেও পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে এ ঘটনাটি নিন্দনীয়। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ বলেন, দেড়মণ ইলিশের তথ্যটি সঠিক নয়। তাছাড়া মাছগুলো প্রজননকালীন সময়ে ধরা নয়। এগুলো কোল্ডস্টোরেজ থেকে সংগ্রহ করা। আর মাছ থেকে ইলিশ শুঁটকির পরিমাণ বেশি ছিল।