খামিছ (বৃহস্পতিবার), ০৫ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব ও দুই বিশেষ সহকারী নিয়োগ

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার। আর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান এবং গাজী হাফিজুর রহমান সহকারী একান্ত সচিব-২ নিয়োগ পেয়েছেন।

সোমবার (৪ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।এ ছাড়া প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৪ মার্চ) এ সংক্রান্ত গেজেট জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে উপ-সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী করা হয়েছে।

Facebook Comments Box