প্রচন্ড দাবদাহে অস্থির দেশবাসী

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে চৈত্রের দাবদাহ। আর সহসাই এই গরম থেকে নিস্তার মিলছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আসছে পহেলা বৈশাখেও দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্তমানে দেশের পাবনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। ঢাকা ও রংপুর বিভাগের উপর বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। একই অবস্থা রাজশাহী ও খুলনা বিভাগেও। মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ ৩৯.৫ ড্রিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশের মধ্যে একমাত্র সিলেট বিভাগে মঙ্গলবার কিছুটা বৃষ্টির দেখা মেলে। মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য পরিবর্তন হলেও অধিকাংশ স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।