‘প্যারেড স্কয়ারে এবার বিজয় দিবসে কুচকাওয়াজ হবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় জাতীয় প্যারেড স্কয়ারে এবার বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৭ নভেম্বর) বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
বিজয় দিবসে সারাদেশে নিরাপত্তা জোরদারে সব ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘যেহেতু জাতীয় সংসদ নির্বাচন কাছেই সেহেতু জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্যারেডটা বাতিল করা হয়েছে। এছাড়া অন্যান্য যে অনুষ্ঠানগুলো সবগুলোই থাকবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবস বাঙালির অহংকার। কাজেই এখানে কোনোকিছু হবে বলে আমি মনে করি না, চিন্তাও করি না। তারপরেও আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে।