সাবত (শনিবার), ০৮ ফেব্রুয়ারি ২০২৫

পৌরসভায় ভোট কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ ,আটক ১

৫০ কোটি টাকার নকল পণ্যসহ আটক ৮

সুনামগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীনের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ  (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের ৬নং ওয়ার্ডের উত্তর আরপিন নগর পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে স্বতন্ত্র মেয়র প্রার্থী গণিউল সালাদীনের সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় এক পুলিশ সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ সালাদীন সমর্থক চপল নামের এক যুবককে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ বলেন , বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, আরপিরন নগর কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। সংঘর্ষ চলাকালে উত্তর আরপিন নগর ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল। তবে এখন আবার ভোট গ্রহণ চলছে।

Facebook Comments Box