পেঁয়াজের চাহিদা বেশি সিলেট বিভাগে
মৌলভীবাজার সংবাদদাতা: সাধারণ মানুষের একটি আস্তাভাজন সেবামূলক সংস্থার নামে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সিলেট বিভাগীয় কার্যালয় এই শেরপুর খাদ্য গুদামেই। এখান থেকে বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় সংকটময় মুহূর্তে বিভিন্ন খাদ্যসামগ্রী। এখন চলে পেঁয়াজের অধ্যায়।
অস্থিতিশীল বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন নিয়ন্ত্রণের বাইরে তখন এ প্রতিষ্ঠাটির কার্যক্রম আশার আলো।
টিসিবি সূত্র জানা যায়, সাশ্রয়ীমূল্যে বিভিন্ন খাদ্য তৃণমূল জনসাধারণের হাতে পৌঁছে দেওয়াই টিসিবির অন্যতম লক্ষ্য। মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ সম্ভব না হলে সরকারের পক্ষে টিসিবি কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে।
টিসিবি সিলেটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ইসমাইল মজুমদার প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা সম্পর্কে বলেন, খাদ্য গুদামের পাশে দেড় একর জায়গায় আমাদের টিসিবির নিজস্ব দালান ভবন নির্মাণকাজ শুরু হবে চলতি বছরের জুন মাসে। এখানে অত্যাধুনিক কোল্ডস্টোরিজ (হিমাগার) নির্মিত হবে। চট্টগ্রাম, রংপুর এবং আমাদের সিলেটে এক সঙ্গে এই হিমাগার নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে।
পেঁয়াজ সম্পর্কে তিনি উল্লেখযোগ্য একটি তথ্য জুড়ে দিয়ে বলেন, অন্যান্য বিভাগের সঙ্গে তুলনা করে দেখা গেছে, সিলেটেই পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি। সে লক্ষ্যেই আমরা জনসাধারণকে সেবা দিয়ে যাচ্ছি। টিসিবি কার্যক্রম না থাকলে স্থানীয় মার্কেটের ব্যাপক প্রভাব পড়ে। অসৎ ব্যবসায়ীরা বিভিন্নপন্থা অবলম্বন করে দ্রব্যাদির মূল্যবৃদ্ধি করে থাকেন।
আসন্ন রমজানকে সামনে রেখে আমরা শিগগিরই ছয়টি বিশেষ পণ্য আমাদের ডিলারদের কাছে পৌঁছে দেবো বলে কথা প্রসঙ্গে জানান এই কর্মকর্তা।