পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বি বাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কের আয়ুবপুর এলাকার ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম নবীনগর উপজেলার চওনখোলা গ্রামের মকাদ্দশ মিয়ার স্ত্রী।
দুপুরে আয়ুবপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।