জুমুআ (শুক্রবার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫

পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বি বাড়িয়ার বাঞ্ছারামপুরে পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-বাঞ্ছারামপুর আঞ্চলিক সড়কের আয়ুবপুর এলাকার ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম নবীনগর উপজেলার চওনখোলা গ্রামের মকাদ্দশ মিয়ার স্ত্রী।

দুপুরে আয়ুবপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিনএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box