জুমুআ (শুক্রবার), ০৯ জুন ২০২৩

পানির নিচে পারমাণবিক বিস্ফোরণে সক্ষম ড্রোন তৈরি উত্তর কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পানির নিচে পারমাণবিক বিস্ফোরণে সক্ষম এমন একটি ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, এই ড্রোন ‘তেজস্ক্রিয়তার সুনামি’ সৃষ্টি করতে পারে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলছে, মঙ্গলবার দক্ষিণ হামগিয়ং প্রদেশের জলসীমায় ‘গোপন অস্ত্র’টির পরীক্ষা শুরু হয়েছিল। এটি ৮০ থেকে ১৫০ মিটার গভীরতায় ৫৯ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করেছিল। পরে পূর্ব উপকূলে এটি বিস্ফোরিত হয়েছিল।

তবে বিশ্লেষকরা নতুন অস্ত্রের সক্ষমতা সম্পর্কে উত্তর কোরিয়ার দাবি সতর্কতার সঙ্গে বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন।

কেসিএনএ বলছে, সুনামিকে উত্তর কোরিয়ায় ‘হাইল’ নামে ডাকা হয়। পিয়ংইয়ং নতুন অস্ত্রটির নাম দিয়েছে ‘হাইল’। এটি বড় মাত্রা তেজস্ক্রিয় তরঙ্গ বিকিরণ করে শত্রু জাহাজ এবং বন্দরগুলোতে হামলা চালাতে পারে।

সংবাদমাধ্যমটি বলেছে, ‘পানির নিচের এই ড্রোনটি যে কোনো উপকূল ও বন্দরে মোতায়েন করা যেতে পারে বা অপারেশনের জন্য জাহাজ করে নিয়ে যাওয়া সম্ভব।

Facebook Comments Box