পানিবন্টন নিয়ে ফের ভারত-পাকিস্তানের কূটনৈতিক সংলাপের সম্ভাবনা

ভারত-পাকিস্তান কূটনৈতিক অবস্থা বর্তমানে চরমে উঠেছে। তবে দু’দেশের মধ্যে বন্ধ দ্বিপাক্ষিক আলোচনা ফের আশার আলো দেখতে পারে। উপলক্ষ সিন্ধু পানিবন্টন চুক্তি সংক্রান্ত আলোচনা। সোমবার পাক রাজধানী ইসলামাবাদের এই বৈঠকের দিকে তাকিয়ে কূটনৈতিক বিশেষজ্ঞরা৷ বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় হবে সিন্ধু পানিবন্টন আলোচনা।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর নয়াদিল্লির তরফে সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়৷ তার জেরে চরম আতঙ্ক ছড়ায় পাকিস্তানে৷ কারণ সিন্ধু ও তার উপনদী-শাখা নদীর পানিই পাকিস্তানের সেচ ও কৃষি ব্যবস্থার বেশিরভাগ নির্ভলশীল৷ চুক্তি বাতিল করে পানি প্রবাহ ভারত আকটে দিলে গরমের সময় তীব্র জলাভাবে শুকিয়ে যাবে পাকিস্তানের কৃষিক্ষেত্র। চিন্তান্বিত পাক সরকার চাপে পড়েছিল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানিয়েছিল নওয়াজ শরিফ সরকার। কূটনৈতিক মহলের ধারণা, ভারতের নরেন্দ্র মোদী সরকার এক্ষেত্রে কড়া অবস্থান নেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ‘ রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।