ইসনাইন (সোমবার), ০২ ডিসেম্বর ২০২৪

পানামা নথি কেলেঙ্কারিতে মুখ খুললেন পুতিন

বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী পানামা পেপারস খ্যাত মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথি নিয়ে অবশেষে মুখ খুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পানামা পেপারসের গ্রহণযোগ্যতাকে তিনি প্রত্যাখ্যান করেছেন। পুতিন বলেছেন, তিনি এই নথিতে বিন্দুমাত্র কোন দুর্নীতি বা বেআইনি কিছু পান নি। তিনি অভিযোগ করে বলেন, তার আন্তর্জাতিক প্রতিপক্ষরা রাশিয়াকে অস্থিতিশীল করার জন্য এসব গুজব রটাচ্ছে।নথি ফাঁসের পরপর পুতিনের মুখপাত্র একটি বিবৃতি দিয়ে একই কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, কাজটা পশ্চিমারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কারণ তারা সবাই ‘পুতিন ভীতিতে’ আক্রান্ত।  পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার নামীদামী বিদেশি মক্কলেদের বিপুল পরিমাণ কর ফাঁকি নথি ফাঁসের পর বেরিয়ে আসে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা, রাষ্ট্রপ্রধান, পুঁজিপতি এবং সেলিব্রিটিদের নাম। ফাঁস হওয়া নথির মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের দুইশ কোটি ডলার কর ফাঁকি দেয়ার নথিও রয়েছে।

Facebook Comments Box