পাটকল করপোরেশন ( বিজেএমসি ) বন্ধ করে দেয়া উচিত : অর্থমন্ত্রী
পাটকল করপোরেশন (বিজেএমসি) একেবারে বন্ধ করে দেয়া উচিত। বিজেএমসির কাজ নেই। অনেক টাকা দেয়া হয়েছে। করপোরেশন লোকসান থেকে বের হতে পারছে না। বর্তমান যে পদ্ধতিতে কাজ চলছে, তাতে পাটের উন্নয়ন হবে না।
বুধবার সচিবালয়ে অর্থ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির স্মরণিকা ‘প্রয়াস’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন।
গত সোমবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘পাট নিয়ে অর্থমন্ত্রী নেতিবাচক মনোভাব পোষণ করেন। অর্থমন্ত্রীর এ নেতিবাচক মনোভাবের প্রভাব অর্থ মন্ত্রণালয়েও পড়েছে। ফলে পাটের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।’
পাট প্রতিমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এটা তার ব্যক্তিগত অভিমত। সুতরাং এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। তিনি বলেন, পাটকে রিভাইস করতে চাই। এর নতুন বাজারও সৃষ্টি হয়েছে। কিন্তু রিভিশনের প্রক্রিয়াটা ভালো লাগছে না। এই নতুন ব্যবস্থায় পুরনো বিজেএমসি’র থাকার কোন প্রয়োজন নেই। এটি আমি বস্ত্র ও পাট মন্ত্রণালয়কে বলেছি।
অর্থমন্ত্রী আরও বলেন, পাটে আমাদের বিনিয়োগ কত আছে? ইনিশিয়ালি যখন বিজিএমসি হল তখন কয়েক হাজার টাকা দিয়েছি, এরপর প্রত্যেক বছরে ৪০০- ৫০০ কোটি টাকা করে দেয়া হয়েছে। এরপরও তারা সন্তুষ্ট নয়।
পাট খাতকে এগিয়ে নেয়ার প্রথম পরামর্শ কী- এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রথমে বিজেএমসিকে বিলুপ্ত করতে হবে। এটি পাট খাতের জন্য ভাল হবে।
ওই অনুষ্ঠানে অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, বিজেএমসির মৌসুমী কর্মচারী ৫০ শতাংশ এবং স্থায়ী ৫০ শতাংশ থাকার কথা থাকলেও ৯০ শতাংশ কর্মীকে স্থায়ী করেছে। এরপর অর্থমন্ত্রী বলেন, (বিজেএমসির) ম্যানেজমেন্ট হচ্ছে হরিলুটের। এটি আমি একদম পছন্দ করি না।