জুমুআ (শুক্রবার), ০৪ অক্টোবর ২০২৪

পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক কেন খারাপ হচ্ছে?

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার দুই বছর পার হয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার মধ্য দিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট তালেবান কাবুলের দখল নেয়। কিন্ত এই দুই বছরে দীর্ঘদিনের মিত্র ও প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কের ক্রমে অবনতি হয়েছে। বর্তমানে তা গিয়ে ঠেকেছে তলানিতে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের আদিবাসী—অধ্যুষিত অঞ্চলগুলোয় একের পর এক প্রাণঘাতী হামলার জন্য কাবুলকে দায়ী করে আসছে ইসলামাবাদ।

সর্বশেষ এ ধরনের হামলা হয়েছে গত জুলাইয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজাউর জেলায়। এ হামলায় ৫৪ জনের প্রাণহানি হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী আইএসের আফগানিস্তান শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিনস, সংক্ষেপে যা আইএসকেপি নামে পরিচিত। ইসলামাবাদভিত্তিক একজন গবেষক নিজাম সালারজাই। পাকিস্তানের আদিবাসী—অধ্যুষিত অঞ্চলগুলোতে অস্থিতিশীলতা ও অস্থিরতা নিয়ে কাজ করেন তিনি। নিজাম সালারজাই বলেন, সন্ত্রাসবাদ নির্মূলের অবস্থান থেকে পাকিস্তানের জন্য বরাবরই সবচেয়ে উদ্বেগের বিষয় হলো টিটিপির।

Facebook Comments Box