পরমাণু অস্ত্র বহনে সক্ষম পাকিস্তান

পরমাণু অস্ত্র বহনে সক্ষম কম পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল পাকিস্তান৷ পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা ‘নাসর’ নামের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার করেছে৷ জানা গেছে, পরমাণু বোমা বহন করে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যে সুনির্দিষ্টভাবে আঘাত হানার সক্ষমতা রয়েছে এই নাসর ক্ষেপণাস্ত্রের। শত্রু দেশের হুমকি মোকাবেলা করতে পাক আর্মি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে বলেছে বিবৃতিতে জানানো হয়েছে৷ পরীক্ষামূলক উৎক্ষেপণ অনুষ্ঠানে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে৷ অনুষ্ঠানে যোগ দিয়ে জেনারেল বাজওয়া জানান, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান এই পরীক্ষা করেছে৷ তবে, এই মুহূর্তে যুদ্ধকে বেছে নেয়ার কোনো ইচ্ছাই নেই বলেও জানিয়েছেন জাভেদ৷ পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন ও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দু’জনই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের দুই প্রধান৷