পদত্যাগ করেছেন আরসিবিসির ট্রেজারার
বাংলাদেশের রাজকোষ চুরির ঘটনায় বহুল আলোচিত ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ট্রেজারার রাউল তান পদত্যাগ করেছেন। তার পদত্যাহ কার্যকর হয়েছে বুধবার। তার স্থলাভিষিক্ত হয়েছেন কার্লোস সিজার মারকাডো। বাংলাদেশের টাকা চুরি নিয়ে ব্যাংকটির আভ্যন্তরীণ তদন্তে রাউল তানকে নির্দোষ বলা হয়েছে। তাহলে কেন তিনি পদত্যাগ করলেন তা এখনও বলে নি ব্যাংক। ওদিকে এখন পর্যন্ত যেসব টাকা উদ্ধার হয়েছে তা বাংলাদেশের কাছে ফেরত পাঠানো নিয়ে আদালতে আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে। এ টাকা বাংলাদেশের হাতে ফেরত আসতে এখনও অনেকগুলো আইনি বাধা অতিক্রম করতে হবে। ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্টের নির্বাহী বিচারক রেনাল্ডো এ.আলহামব্রা এ নিয়ে শুনানির জন্য আগামী ২রা মে স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নির্ধারণ করেছেন। এ খবর দিয়েছে অনলাইন এবিএস-সিবিএন নিউজ। এতে বলা হয়, গত ১৮ই এপ্রিল এ সংক্রান্ত একটি মামলা করে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)। তাতে অভিযুক্ত করা হয় ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম ওংকে, ইস্ট হাওয়াই লিজার কোম্পানি, সেঞ্চুরি টেক্সট ট্রেডিং, আরসিবিসি, ফিলিপাইন ন্যাশনাল ব্যাংককে।