জুমুআ (শুক্রবার), ০৭ ফেব্রুয়ারি ২০২৫

নৌকায় ভোট দিতে হবে: আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, ‘পদ্মা সেতু ও পায়রা সমুদ্র বন্দর হলে এদেশ হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় শিল্পাঞ্চল। তাই উন্নয়ন পেতে হলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে নারীরাও ভূমিকা রাখছে। তারাও আর পিছিয়ে নেই। আওয়ামী লীগের যে কোনও কমিটিকরে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগই একমাত্র দল যেখানে নারীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বাংলাদেশ আজ ৩৬ হাজার কোটি টাকায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছে। দক্ষিণাঞ্চলে পায়রা বন্দর হচ্ছে।’ খবর বাসস।

Facebook Comments Box