ইসনাইন (সোমবার), ০৪ নভেম্বর ২০২৪

নৌকাডুবিতে গ্রিসে পাঁচ শিশুসহ নিহত ১৬

আর.এফ.এন নিউজ :

 নৌকাডুবিতে গ্রিসে পাঁচ শিশুসহ নিহত ১৬

গ্রিসের একটি উপকূলে নৌকাডুবে ১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচ শিশু রয়েছেন। গত এক মাসে গ্রিসে এটাই সবচেয়ে বড় অভিবাসী নিহতের ঘটনা।

শনিবার তুরস্ক সীমান্তে গ্রিসের আগাথোনিসি দ্বীপের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নৌকাটিতে মোট ২২ জন আরোহী ছিল বলে ধারণা করছে গ্রিক কর্তৃপক্ষ। তবে তারা কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি।

হেলিকপ্টার ও বোট নিয়ে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

২০১৫ থেকে এ পর্যন্ত একশর বেশি অভিবাসী নৌকাডুবিতে নিহত হয়েছেন বলে গ্রিসের অভিবাসন মন্ত্রী দিমিত্রি ভিতসাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

জাতিসংঘের শরনার্থী সংস্থা জানিয়েছে, এজিয়ান সাগরে ২০১৮ সালে এটিই প্রথম বিপর্যয়। এছাড়া গত দুই বছরে এ সাগরে কমপক্ষে ৫০০ অভিবাসী প্রাণ হারিয়েছেন বলেও জানায় জাতিসংঘের এ সংস্থা।

ইউরোপ এবং তুরস্কের মধ্যে অভিবাসী বন্ধের চুক্তির দুবছর পূর্ণ হলেও অভিবাসীদের ইউরোপে প্রবেশ থামছে না। গ্রিক আইল্যান্ডের কাছে তুরস্কের সীমানা অভিবাসী প্রবেশের জন্য বিখ্যাত। প্রতি সপ্তাহে শত শত লোক এ রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। এসময় তারা অবৈধ কাঠের নৌকা বা ট্রলার ব্যবহার করে থাকে।

Facebook Comments Box