নেপালে ৫০ হাজার টন সার রফতানি করবে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: নেপাল ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার রফতানি করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেছেন বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও নেপালের কেএসসিএলের মাঝে এ নিয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে শিল্প সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সহযোগিতার জন্য নির্দেশনা প্রদান করেছেন। বাংলাদেশ নিজস্ব চাহিদা পূরণে সার আমদানি করলেও নেপালের জরুরি প্রয়োজনে বাংলাদেশ সার রফতানির চুক্তি করেছে।
উল্লেখ্য, এ চুক্তির আওতায় ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার বাংলাদেশ থেকে আমদানি করে নেপাল সরকারকে রফতানি করা হবে। ১ কোটি ২৯ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশি প্রায় ১০৯ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮১২ টাকায় নেপাল এই সার ক্রয় করছে।