নির্বাচনকে সামনে রেখে ৬ লাখ আনসারকে প্রশিক্ষণ দেওয়া হবে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬ লাখ আনসার-ভিডিপি সদস্যকে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের নির্দেশনা পেলে মাঠ পর্যায়ে কাজ করবে বাহিনীর সদস্যরা।’
বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সকালে গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) দ্বিতীয় ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাবিব উদ্দিন বলেন, ‘আনসার একটি পবিত্র নাম। এ নামের সঙ্গে জড়িয়ে আছে সেবার আদর্শ। নিঃস্বার্থ মানুষের সেবার জন্য একজন স্বেচ্ছাসেবী হওয়ার গৌরব উজ্জ্বল ইতিহাস শুধুমাত্র আনসার বাহিনীরই আছে।’
তিনি আনসারদের উদ্দেশে বলেন, ‘তোমরা সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। কারও দ্বারা প্রভাবিত হয়ে নিজ আদর্শ থেকে সরে যাবে না। তোমরা প্রত্যেকে স্মার্ট কার্ড পাবে এবং ডিজিটাল পদ্ধতিতে তোমাদের কাছে অফার পৌঁছাবে। আমি আশা করবো অফার পাওয়ার পর তোমরা তাৎক্ষণিকভাবে তোমাদের নির্ধারিত কর্মস্থলে যোগদান করবে।’
এ সময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নূরুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মহিউদ্দিন জাবেদ, উপ-মহা পরিচালক (প্রশিক্ষণ) এ কে এম মিজানুর রহমান, উপ-মহাপরিচালক একাডেমি (ভারপ্রাপ্ত) সাইফুদ্দিন মোহাম্মদ খালেদসহ অনেকে।