নিরাপত্তা জোরদার হবে বিমানবন্দরে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর তেজগাঁওয়ে মণিপুরী পাড়ায় নিজ বাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষার মানোন্নয়নের জন্য স্বরাষ্টমন্ত্রীকে সংবর্ধনা দেন প্রাথমিকের শিক্ষকরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অস্ত্রসহ প্রবেশ করে স্ক্যানারে ধরা পড়েছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীরা যেন মাদকে জড়িয়ে না পড়ে-সে বিষয়ে শিক্ষকদের নজর রাখার আহ্বান জানান।
Facebook Comments Box