আহাদ (রবিবার), ১৩ জুলাই ২০২৫

নিত্যপণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে মানববন্ধন

খাদ্যসামগ্রীর দাবিতে অটোরিকশা চালকদের মানববন্ধন

খুলনা সংবাদদাতা : চাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ার প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বিএনপি।

সোমবার নগরের বিএনপি কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষ কেনাকাটা কমিয়ে দিয়েছেন। জনবিরোধী সরকার জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মুনাফালোভী বেসরকারি কোম্পানিগুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। এর সঙ্গে পেঁয়াজ কারসাজিতে জড়িত সিন্ডিকেট আবারও নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি নিয়ে কারসাজিতে মেতে উঠেছে। প্রায় তিনশ টাকায় পৌঁছে যাওয়া পেঁয়াজ দাম কমে ১০০ টাকায় আসার পর গত দু’দিন বাজারে ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। একটি পণ্য খাতে বাজার থেকে লুটে নেওয়া হাজার কোটি টাকা সিন্ডিকেটের কাছ থেকে উদ্ধার করা ও তাদের শাস্তির সম্মুখীনতো করা দূরে থাক, সেই সিন্ডিকেটই আবার বৃষ্টির দোহাই দিয়ে পেঁয়াজের ভরা মৌসুমেই আবার দাম বাড়ানোর খেলায় মেতে উঠছে। একই সঙ্গে বাড়ছে চালের দাম। এর সঙ্গেও সরকার সমর্থক অসৎ ব্যবসায়ী চক্রই জড়িত রয়েছে।

Facebook Comments Box