এ অবস্থায় বরফ অপসারণে মাঠে নেমেছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) নেতারা বৃহস্পতিবার বিকালে বরফ সরাতে কাজ শুরু করেন।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তা থেকে বরফ সরাতে বেলচা হাতে বাংলাদেশি ব্যবসায়ীরা। ছবি- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
জেবিবিএ সভাপতি জাকারিয়া মাসুদ জিকোর নেতৃত্বে সংগঠনের প্রায় সব কর্মকর্তা জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে বেলচা হাতে নেমে পড়েন। এলাকার ফুটপাথ, ড্রাইভওয়েসহ বিভিন্ন স্থানে জমে থাকা বরফ সরান তারা।এ সময় অন্যদের মধ্যে জেবিবিএ’র জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, সহ-সভাপতি মোল্লা এম মাসুদ, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, ট্রেজারার মো. হারুন সেলিম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন ও আব্দুল আলীম এবং খামারবাড়ির অন্যতম কর্ণধার কামরুজ্জামান কামরুলকে বেশ সক্রিয় দেখা যায়।
গত ২২ ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পূর্ব ঊপকূলের ১১টি অঙ্গরাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ তুষার ঝড়ে নিউ ইয়র্কে এক বাংলাদেশিসহ ৫০ জনের প্রাণহানি হয়েছে। ৩ ফুটের কাছাকাছি তুষারপাতে ঢেকে যায় সব রাস্তা-ঘাট।