নারীর স্পর্শকাতর স্থানে হাত দিলো বিজেপি সাংসদ
মধ্যপ্রদেশের প্রবীণ বিজেপি সাংসদ বাবুলাল গৌড়। অশ্লীল আচরণের কারণে অনেকবারই সমালোচিত হয়েছেন। তবে এবার আরো জঘন্য ঘটনার জন্ম দিলেন ৮৫ বছর বয়সী এই বৃদ্ধ রাজনীতিক। এক নারী স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন তিনি। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অথচ এই লোকটিকেই মানুষ ভোট দিয়ে ১০বার নির্বাচিত করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি ভোপালের একটি অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। প্রকাশ্য দিবালোকেই এ কাণ্ড করেছেন তিনি। দেখা যাচ্ছে, বাসে উঠতে ব্যস্ত এক নারীর পশ্চাৎদেশে হাত দিয়েছেন বাবুলাল গৌড়। গত বছরের মে মাসে বিজেপি’র সম্মেলনে বক্তব্য রাখার সময় রাশিয়ার এক নেতার স্ত্রীকে তিনি অত্যন্ত আপত্তিকরভাবে বোঝানোর চেষ্টা করেন, কীভাবে বেল্ট ছাড়া ধুতি পরেন।