নবীনগরে যুবলীগ নেতা আটক
আমান বাড়িয়ার (বি বাড়িয়া) নবীনগরে উপজেলা নিবার্হী কর্মকর্তার (ইউএনও) অফিস সহকারী মিজানকে মারধর করার অভিযোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ।
আজ (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ডাকবাংলো এলাকা থেকে তাকে আটক করা হয়। এনামুল উপজেলার মাঝিকড়া গ্রামের সুলতান আহমেদ সরকারের ছেলে।
,উপজেলায় বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘটনাকে কেন্দ্র করে অফিস সহকারী মিজানের ওপর ক্ষিপ্ত ছিলেন এনামুল, বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) আসলাম সিকদার।
এর জের ধরে বিকেলে অফিস থেকে ডাকবাংলো যাওয়ার পথে এনামুল তার লোকজন নিয়ে মিজানের ওপর হামলা করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এনামুলকে আটক করে।
এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Facebook Comments Box