ছুলাছা (মঙ্গলবার), ১১ ফেব্রুয়ারি ২০২৫

নতুন স্পিকার মিয়ানমারের পার্লামেন্টে

আর.এফ.এন নিউজ :

নতুন স্পিকার মিয়ানমারের পার্লামেন্টে

মিয়ানমারের পার্লামেন্ট হাউস অব রিপ্রিজেন্টেটিভের নতুন স্পিকার হিসেবে উ টি খুন মিয়ন্ত নির্বাচিত হয়েছেন। সদ্য সাবেক স্পিকার উ উইন মিন্তের পদত্যাগের একদিনের মাথায় বৃহস্পতিবার তাকে নির্বাচিত করা হলো।

নেপিদোতে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত এক অধিবেশনে উ টি খুন মিয়ন্তকে নির্বাচন করা হয়। উ টি খুন হাউস অব রিপ্রিজেন্টেটিভের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন।

এ নির্বাচনের মধ্যদিয়ে উ উইন মিয়ন্ত’র শূন্যতা পূরণ হলো। উ উইন মিয়ন্ত বুধবার স্পিকারের পদ থেকে পদত্যাগ করায় এ শূন্যতার সৃষ্টি হয়েছিল।

Facebook Comments Box