ধলেশ্বরী নদী থেকে ২০০ কেজি জাটকা জব্দ

নূরানীগঞ্জের (নারায়ণগঞ্জ) ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি (৫ মণ) অবৈধ জাটকা জব্দ করেছে পাগলা কোস্টগার্ড সদস্যরা।
যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। আজ (৬ ফেব্রুয়ারি) সকালে মালিকবিহীন অবস্থায় জাটকাগুলো জব্দ করা হয়।
সকালে গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে অভিযান চালায় কোস্টগার্ড। পরে এমভি কোকো ১ ও আবে জমজম নামে দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ২০০ কেজি (৫ মণ) অবৈধ জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
বিকেলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকের কাছে জাটকাগুলো হস্তান্তর করা হলে জেলার ১১টি মাদ্রাসা ও এতিমখানায় তা বিতরণ করা হয়। জাটকা নিধন প্রতিরোধ নিশ্চিতকরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।