বুধবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের ডিসি ব্যারাক উদ্বোধনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন সরকার সন্ত্রাসবাদ নির্মূলের মতই মাদক নির্মূলেও জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। এক্ষেত্রেও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এরআগে মন্ত্রী বেলা সাড়ে এগারোটার দিকে মির্জাপুরের মহেড়ারায় অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে সেখানে তাকে ফুলের শুভেচ্ছা জানান মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমীন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
পরে মন্ত্রী ট্রেনিং সেন্টারে প্রশিক্ষনার্থীদের থাকার জন্য ১৪ কোটি ১০ লাখ ৩০ হাজার ৮০১ টাকা ব্যয়ে নির্মিত ৬ তলা ভিত বিশিষ্ট ৫তলা ডিসি ব্যারাক ভবনের উদ্বোধন করেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মো. ফরিদ উদ্দিন আহমেদ, পিআরও শরিফ মাহমুদ অপু, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ, শেখ রাজীবুল হাসান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহসিন, মাহমুদুল হাসান ফেরদৌস, মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আফছার উদ্দিন খান, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, মির্জাপুর থানা ওসি এ কে এম মিজানুল হক উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী ট্রেনিং সেন্টারের বিভিন্ন ভবন এবং মিউজিয়াম পরিদর্শন করেন।