দুই মন্ত্রীর বিচার দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির
আর এফ এন নিউজঃ প্রধান বিচারপতিকে নিয়ে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য দেওয়ায় সরকারের দুই মন্ত্রীর বিচার দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, “সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে খেয়াল খুশিমতো ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে। দুই মন্ত্রীর বক্তব্য সর্বোচ্চ ন্যায়বিচারের ক্ষেত্রে আঘাত ছিল। এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বিচার বিভাগকে অবজ্ঞা ও অবমাননা করার শামিল।”
“আমরা আশা করি সর্বোচ্চ আদালত বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশবাসীও মনে করবে সুপ্রিম কোর্ট ক্ষমতাসীন সরকারের রক্তচক্ষু দেখে ভীত-সন্ত্রস্ত।”